স্পোর্টস ডেস্কঃ
প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলোতে খেলা আগেই নিশ্চিত করেছিল ক্রোয়েশিয়া। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য যত না আনুষ্ঠানিকতার, তার চেয়ে বেশি গ্রুপসেরা হওয়ার। আর এই ম্যাচে ক্রোয়েটরা ২-১ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে ওঠে।
‘ডি’ গ্রুপ থেকে ক্রোয়েশিয়া তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে পরের পর্বে খেলা নিশ্চিত করে। এই গ্রুপ থেকে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা তাদের সঙ্গী হয়েছে।
শেষ ষোলোতে ক্রোয়েশিয়া মুখোমুখি হবে ‘সি’ গ্রুপ রানার্সআপ ডেনমার্কের। আর আর্জেন্টিনা লড়বে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে।
ক্রোয়েশিয়ার জয়ে এদিন একটি করে গোল করেন মিলান বাদেলি ও ইভান পেরিসিচ। আর আইসল্যান্ডের পক্ষে একমাত্র গোলটি করেন জিলফি সিগার্ডসন, পেনাল্টি থেকে।
ক্রোয়েশিয়া এর আগে প্রথম ম্যাচে ২-০ গোলে নাইজেরিয়াকে এবং ৩-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল। আর এদিনের জয়ে গ্রুপ পর্বে পুরো সাফল্য ঘরে তোলে তারা।