চট্রগ্রাম থেকে ঃ
চট্টগ্রামে নিজ বাসায় ইলহাম (১২) নামের এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (২৭ জুন) সকাল পৌনে ১০টার দিকে নগরীর বাকলিয়া থানার লায়লা ভবনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ইলহাম ওই এলাকার মো. নাছিরের মেয়ে। সে নগরীর মেরন সান স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
পরিবারের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘ইলহামকে বাসায় রেখে আরেক সন্তানকে স্কুলে দিতে যান তার মা। পরে বাসায় ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।
তাৎক্ষণিকভাবে মেয়েকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।