মীর ফারুক যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর চৌগাছার উপজেলা ফকিরাবাদ নিজ গ্রামের মাঠ থেকে নিখোঁজের ৫ দিন পর শর্মিলা খাতুন (১০)নামে মাদ্রাসার পড়ুয়া তৃতীয় শ্রেণীর ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গত ২২ ই জুন থেকে শর্মিলা নিখোঁজ ছিলো।নিখোঁজের ৫ দিন পর নিজ গ্রামের ফসলের মাঠ থেকে শর্মিলার মরদেহ উদ্ধার হওয়া নিয়ে এলাকায় মানুষের মধ্য চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।
মঙ্গলবার রাত ৮ টার পরে চৌগাছা উপজেলা ফকিরাবাদ মাঠ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
শর্মিলা চৌগাছা উপজেলা হাকিমপুর ইউপি,ফকিরাবাদ গ্রামের হাফিজুর রহমান এর মেয়ে,
স্থানীয়সুত্রে জানা যায় শর্মিলা হাকিমপুর দাখিল মাদ্রাসা ৩য় শ্রেনীতে পড়তো,গত ২২ জুন থেকে শর্মিলাকে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়,তার পরিবার অনেক খুজাখুজি করে তার মেয়ের কোন সন্ধান নে পেয়ে,চৌগাছা থানায় জিডি করেন।নিখোঁজের ৫ দিন পর নিজ গ্রামের মাঠ থেকে শর্মিলার মরদেহ উদ্ধার করে চৌগাছা থানা পুলিশ।
চৌগাছা থানা এস আই আরিকুল ইসলাম মরদেহ উদ্ধারের খবর প্রতিবেদক নিশ্চিত করে,তিনি বলেন শর্মিলার মরদেহ উদ্ধার করা হয়েছে,লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে,এবং মৃত্য ও নিখোঁজ এর সাথে কারা কারা জড়িত তার তদন্ত চলছে,অতিদ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।