অনলাইন ডেস্কঃ
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে শুরু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠকে ২০ দলের নেতাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তাফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তাজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহম্মেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরি, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, লেবার পার্টি অপরাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল করিম, জাতীয় পার্টির (বিজেপি) ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মতিন সাউদ।