অনলাইন ডেস্কঃ
রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড শুরু হবে ৩০ জুন। এবারের বিশ্বকাপের দুই টপ ফেবারিট ফ্রান্স এবং আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হচ্ছে। বিশ্বকাপ থেকে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিতে হবে যে কোন এক দলকে। নক আউট পর্বে মুখোমুখি হওয়ার আগে তরুণ ফ্রান্স দলকে আর্জেন্টিনা ভয় পাচ্ছে। নাকি মেসিদের ভয়ে আছে ফ্রন্স দল তা বলা কঠিন। তবে ফ্রান্স দলের গোলরক্ষক স্টিভ মানদান্দা মনে করেন, মেসি সবকিছুই করতে পারেন।
ফ্রান্স কোচ ডেনমার্কের বিপক্ষে তাদের দলের মূল গোলরক্ষক হুগো লরিসকে বসিয়ে রাখেন। ওই ম্যাচে ফ্রান্স গোলবার সামলানোর দায়িত্বে ছিলেন মানদান্দা। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের রক্ষণভাগের খেলোয়াড়দের কাছাকাছি থাকবে হবে। জায়গা বন্ধ করে দিতে হবে। তবে মেসি দলে থাকলে তাকে দিয়ে সবকিছুই সম্ভব।’
ফ্রান্স গোলরক্ষক বলেন, ‘আমরা জানি যে, মেসি আমাদের জন্য বড় হুমকি হবে। আমাদের দলের কিছু খেলোয়াড় তার বিপক্ষে এবং তার সঙ্গে লা লিগায় মুখোমুখি হয়েছে। শনিবারের ম্যাচে আমাদের লক্ষ্য কি তা নিয়ে স্পষ্ট ধারণা আছে দলের সবার। আমাদের রক্ষণের অস্ত্রগুলো ঠিকঠাক ব্যবহার করতে হবে এবং তাদের আক্রমণে আঘাত করতে হবে।’
আর্জেন্টিনাকে গ্রুপ পর্বে বেশ ভুগতে হয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারার পর নাইজেরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে গেছে আর্জেন্টিনা। তবে মেসি ঈগলসদের বিপক্ষে স্বরূপে ফিরেছেন। রাশিয়া বিশ্বকাপে নিজের গোলের খাতা খুলেছেন। আর্জেন্টিনা দল এবং তাদের কৌশল নিয়ে ফ্রান্স গোলরক্ষক এখনও কোন পরিষ্কার ধারণা নেননি বলেন জানান।
তিনি বলেন, ‘আর্জেন্টিনার খেলার কৌশল নিয়ে আমি এখনো কোন কাঁটা-ছেড়া করিনি। ডেনমার্কের বিপক্ষে আমাদের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। এর আগে তাদের নিয়ে ভাবা হয়নি। আমরা জানি তাদের এমন কিছু খেলোয়াড় আছে যারা যে কোন কিছু করে ফেলতে পারে। তাদের ভালো সামর্থ্য আছে। কঠিন পরীক্ষা দিয়ে শেষ ষোলোয় এসেছে তারা। কিন্তু তারা সবসময় কঠিন প্রতিপক্ষ।’