হাসান মাহমুদ,
লালমনিরহাট প্রতিনিধি:
শঙ্কা আর উত্তেজনা নিয়ে খেলা দেখতে বসা আর্জেন্টিনা
সমর্থকদের খেলা শুরু হওয়ার কিছুক্ষন পর থেকেই বাড়তে থাকে
উন্মদনা। দম বন্ধ করে বসে মেসির দিকে চেয়ে থাকা সমর্থকরা
১৪ মিনিটের মাথায় প্রান ফিরে পায় মেসির গোলে।
এদিকে হাফ টাইমের পর সেই প্রান ফিরে পাওয়া সমর্থকরা
প্রতি সেকেন্ড আবারো শঙ্কায় ভুকতে থাকে। মেসি ভক্তদের মাঝে
নেমে আসে মন খারাপের মেঘ। কিন্ত হঠাতই ৮৬ মিনিটে
নাইজেরিয়ার জালে আর্জেন্টিার বল। এতেই উল্লাসে মেতে
উঠে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মেসি ভক্তরা।
খেলা শেষ হতেই মধ্য রাতেই উপজেলার বিভিন্ন এলাকায়
আনন্দ মছিল করে আর্জেন্টিার সমর্থকরা।
পরে বুধবার বিকেল সাড়ে পাচঁটায় উপজেলার ৫শতাধিক
আর্জেন্টিনা সমর্থক হাতীবান্ধা এসএস সরকারী উচ্চ
বিদ্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি
উপজেলা শহরের বিভিন্ন স্থান প্রদিক্ষন শেষে এসএস মাঠে
এসে শেষ হয়।
মিছিলে পিক ভ্যানে, মোটর সাইকেলে, পায়ে হেটে
আর্জেন্টিনা পতাকা হাতে তরুন, যুবক কিশোর, শিশু,
শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় পাচঁ শতাধিক
আর্জেন্টিনা ভক্তরা অংশগ্রহন করেন।
আনন্দ মিছিলে মেসি ভক্তদের স্লোগানে মুখরিত হয়ে উঠে
হাতীবান্ধা উপজেলার গোটা শহর।