রামগঞ্জ প্রতিনিধি :
পারিবারিক বিরোধের জের ধরে ঘুমান্ত শ্বামীকে ধারালো অস্ত্রদিয়ে
এলোপাতাড়ী কুপিয়েও নবজাতককে শ্বাসরোধে হত্যার চেষ্টা ঘটনার
প্রতিবাদে স্থানীয়রা গৃহবধূকে হাত-পা বেঁধে পুলিশে সোর্পদ করেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্প্রতিবার ভোররাতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার
পশ্চিম নাগমুদ গ্রামের মজিদ ব্যাপারী বাড়ির হারুনুর রশিদের বসত ঘরে।
সূত্রে জানান উপজেলার নাগমুদ গ্রামের ব্যবসায়ী জাকির হোসেনের
সাথে উপজেলার পাঁচরুখী নলচারা গ্রামের বেপারী বাড়ির মো: মুসলিম
বেপারীর মেয়ে আখেরী জাহান আঁখির সাথে ৩ বছর আগে বিয়ে হয়।
বিয়ের পর থেকে শ্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরিই জের
ধরে বৃহস্প্রতিবার ভোররাতে ঘুমান্ত শ্বামীকে ধারালো অস্ত্রদিয়ে
এলোপাতাড়ী কুপিয়েও নবজাতকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন।
জাকির হোসেনের বাবা হারুনুর রশিদ,মা শামছুনাহার জানান পুত্রবধূ
বাড়ি থেকে কলা-কবুতর আনার নিদিষ্ট তারিখও সময়ে নিয়ে দু’জনের
বিরোধ সৃষ্টি হয়ে ঘটনাটি ঘটেছে।
আঁিখর বাবা মুসলিম বেপারী জানান তার মেয়ে একমাস আগে সিজার
অপারেশণ রোগী। একমাস আগে আখিঁর সিজার অপারেশণে কন্যা
সন্তানের মা হয়। কি ভাবে মেয়ে অপারেশন রোগী হয়ে শ্বামীকে কুপিয়ে
জখম করবে?
থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই মহসিন জানান গৃহবধূ আখিঁকে
উদ্বার করে থানায় হেফাজতে রাখা হয়েছে। ঘটনার মামলা হলে তদন্ত সাপেক্ষে
অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।