অনলাইন দেস্ক
দিন যত যাচ্ছে বিশ্বকাপও এগোচ্ছে শেষের পথে।চলতি মাসের ১৪ তারিখে ৩২ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে ১৬ দল, টিকে রইলো বাকি ১৬ দল।আজ থেকে শুরু দ্বিতীয় পর্বের খেলা। প্রথম পর্বে আটটি গ্রুপের প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন আর রানার-আপ হওয়া দলগুলো খেলবে শেষ ষোলয় নক আউট পর্বে।
বাংলাদেশ সময় আজ রাত ১২টায় দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ ‘এ’ এর চ্যাম্পিয়ন উরুগুয়ে বনাম গ্রুপ ‘বি’ এর রানার-আপ পর্তুগাল।এর আগে এই দু’দল মুখোমুখি হয়েছিল দুইবার। ওই দুই ম্যাচের একটিতে জয় পেয়েছিল পর্তুগিজরা। অন্য ম্যাচ শেষ হয় ড্র দিয়ে।
উরুগুয়ে-পর্তুগাল প্রথমবার মুখোমুখি হয় ১৯৬৬ সালে। সে ম্যাচে উরুগুয়েকে ৩-০ গোলে বিদ্ধস্থ করে পর্তুগাল।পরের ম্যাচে ১৯৭২ সালে আবার দেখা হয় দু’দলের। এই ম্যাচ শেষ হয় ১-১ গোলে।৪৬ বছর পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে দু’দল বিশ্বকাপের নক আউট পর্বে।সমর্থকদের চোখ থাকবে পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আর উরুগুয়ের লুইস সুয়ারেজের দিকে। কেন না, নিজেদের দেশ ছাড়াও তারা খেলেন স্প্যানিশ লিগে চির প্রতিদ্ধন্ধি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে।