ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠি জেলা কারাগারে নিরাপত্তা ব্যব¯’া জোরদার করা হয়েছে। দেশের বর্তমান পরি¯ি’তিতে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কারাগারের বাইরে এবং ভেতরে নি”িছদ্র নিরাপত্তা ব্যব¯’া গ্রহন করা হয়েছে। জেলার মো তারিকুল ইসলাম জানান, দুষ্কৃতিকারীরা সারাদেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালা”েছ। এ জন্য কারাগারের কারারক্ষীদের বাড়তি সতর্ক অব¯’ায় দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে। কারাগারের প্যারামিটার ওয়ালের (সীমানা প্রাচীর) বাইরে রাতে এবং দিনে কারারক্ষীদের প্রহরা দি”েছ। এছাড়া বন্দিদের সাক্ষাতে আগত দর্শনার্থীদের সার্বিকভাবে তল্লাশি করা হ”েছ। কারাগারে বন্দিদের সুবিধার কথা উল্লেখ করে তারিকুল ইসলাম বলেন, নিয়মিত স্বা¯’্য সেবার জন্য ফার্মাসিস্ট দ্বারা চেকআপ এবং বিনামূল্যে মানসম্পন্ন সরকারি ঔষধ প্রদানের ব্যব¯’া রয়েছে। কোনো বন্দি অসু¯’ হলে তার জন্য সদর হাসপাতালের চিকিৎসককে দিয়ে স্বা¯’্য সেবা প্রদান করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যব¯’া করা হয়। তিনি আরো বলেন, বন্দিদের আলোর পথ দেখিয়ে আলোকিত করতে রয়েছে সুদৃশ্য ও পরিবেশ সম্মত লাইব্রেরি। এখানে বইয়ের চাহিদা জানিয়ে আইজি প্রিজন বরাবরে প্রতিবেদন পাঠালে কয়েকদিন পূর্বে বেশ কিছু বই এসেছে। বর্তমানে লাইব্রেরীতে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাষ্ট্রীয়, দার্শনিক, মুক্তিযুদ্ধ, কৃষি বিষয়কসহ নানা ধরনের বই রয়েছে। কারাবন্দিদের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীদের সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাক্ষাতের ব্যব¯’া রয়েছে। নিরাপত্তার স্বার্থে তাদের তল্লাশি করা হয়। দূর-দূরান্ত থেকে অনেক দর্শনার্থী যথাসময়ে আসতে না পেরে সামান্য বিলম্ব হলে স্বজনের সাথে সাক্ষাতের সুযোগ করে দেয়া হয়।