বাংলার প্রতিদিন ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের একদিন পর খাল থেকে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকালে নিহতের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
নিহতের নাম মুনিম (১০)। সে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ীর নিজাম উদ্দিনের ছেলে এবং আড়াইবাড়ি নূরানীয়া ইকরা হাফজিয়া মাদরাসার হেফজ্জ বিভাগের ছাত্র।সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম জানান, শুক্রবার বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় মুনিম। এরপর আজ সকালে স্থানীয়রা একটি খালে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।সহকারী পুলিশ সুপার আরও জানান, নিহত মুনিমের শরীরে কোনও আঘাতরে চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তরে জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।