শাহিনুর রহমান নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের লাথুরিয়া এলাকায় বাসযাত্রী নুরুল ইসলাম (৩৮)কে একশ
গ্রাম হেরোইন সহ গ্রেফতারের পর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত
তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। দীর্ঘ সাত বছর মামলাটি বিচারাধীন
থাকার পর সোমবার (২ জুলাই) নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল
করিম তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত নুরুল ইসলাম রাজশাহীর
চারঘাট উপজেলার ধর্মঘাটা এলাকার ওয়াজউদ্দিন প্রামাণিকের ছেলে।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল
ইসলাম সিরাজ জানান, ২০১১ সালের ৩ ফেব্রুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে
নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের
বড়াইগ্রাম উপজেলার লাথুরিয়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী
এমপি সাফারি নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে নুরুল ইসলামকে
হেরোইনসহ আটক করে। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আমিনুল
কবির বাদী হয়ে আটক নুরুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলা দায়ের করেন। দীর্ঘ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে সোমবার আদালত
আটক নুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।