গুরুদাসপুর প্রতিনিধি.
সরকারী জায়গা দখল করে পাঁকা বাড়ী নির্মান করার অভিযোগ উঠেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার দূর্গাপুর গ্রামের প্রভাবশালী নিজাম উদ্দিনের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পানি উন্নয়ন বোর্ড ও ওয়াপদার বন্যা নিয়ন্ত্রন বাঁধের জায়গার ওপর ¯’ানীয় প্রভাবশালী নিজাম উদ্দিনের পাঁকা বাড়ীর নির্মান কাজ চলছে। প্রকাশ্যে সরকারী সম্পত্তি দখল করলেও বিষয়টি দেখার কেউ নেই। ওই বাঁধটি আশির দশকে নওগাঁ জেলা থেকে নাটোরের সিংড়া হয়ে গুরুদাসপুর উপজেলা দিয়ে পাবনার ফরিদপুরে গিয়ে শেষ হয়েছে।
এলাকার একাধিক ব্যক্তি জানান- ক্ষোভের বশে অনেকে বলেন, দেশটা যেন মগের মুল্লুক। এভাবে দখল করতে থাকলে বাঁধের ওপর নির্মিত সড়ক সংকুচিত হওয়ার পাশাপাশি বাঁধটি ভেঙ্গে যাবার আশংকা রয়েছে।
নির্মানাধীন বাড়ীর মালিক নিজাম উদ্দিন বলেন- পানি উন্নয়ন বোর্ডের স্যারদের মৌখিক অনুমতি নিয়ে ভবনটির নির্মান কাজ শুরু করা হয়েছে। এদিকে বিয়াঘাট ইউপি চেয়ারম্যান প্রভাষক মোজাম্মেল হক বলেন, বিষয়টি আমি জানার পর ঘর নির্মানে নিষেধ করেছি। বর্তমানে কি অব¯’ায় আছে আমার জানা নাই।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াসমিন আক্তার জানান- বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কেউ তাকে অবহিত করেননি। অনিয়মতান্ত্রিকভাবে কিছু হলে তার বিরুদ্ধে সর্বো”চ ব্যব¯’া গ্রহন করা হবে বলে নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশ কুমার সরকার জানান।