সোহেল রানা,হিলি দিনাজপুর প্রতিনিধিঃ-
হিলি স্থলবন্দরে খালাসের অপেক্ষায় আটকে থাকা ভারতীয় আমদানি করা চাল
খালাসের দাবিতে এবং ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের কয়েক দিনের জন্য ভারতে
যেতে দেয়ার দাবিতে হিলি স্থলবন্দর গেইট অবরোধ করে তৃতীয় দিনের মতো
বিক্ষোভ করেছে ভারতের ট্রাক চালক ও হেলপাররা।
ফলে আজ বুধবার তৃতীয় দিনের মতো হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-
রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে ট্রাকে পণ্য উঠানামা ও খালাসের কাজ
স্বাভাবিক গতিতেই চলছে।
ভারতীয় ট্রাক চালকরা জানায়, ২৯দিন ধরে হিলি স্থলবন্দরে চাল বোঝাই ট্রাক
নিয়ে অবস্থান করলেও আমদানি কারকরা তাদের চাল গুলো খালাস করছেনা এবং
সীমান্ত পারি দিয়ে তাদের বাড়ি ভারতেও যেতে দিচ্ছেনা। দীর্ঘদিন ধরে বন্দরে
অবস্থান করায় তাদের অর্থসংকট দেখা দিয়েছে সেই সাথে পরিবারের সাথেও
তারা যোগাযোগ করতে পারছেননা।
এরই প্রতিবাদে বিক্ষাব্ধ ভারতীয় ট্রাক চালক ও হেলপাররা বন্দরের চেকপোষ্ট
গেইটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং আমদানিকৃত পণ্য বাহী ট্রাক
দেশে প্রবেশে বাধা দেয়। ফলে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ হয়ে
যায়।