যশোর জেলা প্রতিনিধি মীর ফারুক :
বুধবার সন্ধ্যায় ২১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা, অভিযান চালিয়ে যশোর বেনাপোল সিমান্তবর্তী গ্রাম গাতিপাড়া-দৌলতপুর সড়ক থেকে,হাফিজুর রহমান নামে এক যুবককে ১ টি বিদেশী পিস্তল,৩ রাউন্ড গুলি,২ টি ম্যাগজিনসহ আটক করে।
আটককৃত হাফিজুর রহমান পুটখালী গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে।
২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অধিনায়ক তারিকুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যার সময় বিজিবি টহলদল গাতিপাড়া-দৌলতপুর সড়কে হাফিজুর চলাফেরা সন্দেহজনক হলে বিজিবির সদস্যা তাকে দাঁড় করার, এবং তার দেহ তল্লাশী করে ১ টি বিদেশী পিস্তল,৩ রাউন্ড গুলি,২ ম্যাগজিন উদ্ধার করে। তিনি আরো বলেন আটক হাফিজুর এর নামে অস্ত্র আইনে মামলা করে,বেনাপলো পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।