নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ^রদী ইউনিয়ন
পরষিদে এলাকার ১০০ জন কৃষক কৃষাণীদের ২০১৭-১৮ অর্থবছরে
এনএটিপি-২ এর আওতায় সিআইজি-ননসিআইজি টেকনোলজি
শেয়ারিং বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
রবিবার (০৮ জুলাই) লালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফসল
উৎপাদনের আধুনিক প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
কৃষক কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠানটি সকাল ১১ টায় ২নং ঈশ^রদী
ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম (জয়) এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার
মো: হাবিবুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার
সজীব কুমার গোস্বামী, উপসহকারী কৃষি অফিসার মুয়ারী মোহন সরকার,
উপসহকারী কৃষি অফিসার মোঃ মোস্তাফা জামান সরকার, উপসহকারী কৃষি
অফিসার মোঃ মোস্তাফা জামান সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ
আমিনুল ইসলাম প্রমুখ।