বেনাপোল প্রতিনিধি:
যশোর র্যাব ৬ ক্যাম্পের সদস্যরা রবিবার ভোরে বেনাপোল এলাকায় অভিযান চালিয়ে ২শ ৪৭ পিস
ইয়াবা সহ ইমরান(২৪)ও রাজু আহম্মেদ (২১) কে আটক করেছে। আটক ইমরান ঝিকরগাছা
থানার প্রন্দপুর গ্রামে শহিদুল ইসলামের ছেলে ও রাজু আহম্মেদ বেনাপোল পোর্ট থানার ছোট
আচড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
র্যাব ৬ যশোর এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সোহেল পারভেজ জানান,গোপন সংবাদের
ভিত্তিতে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, যশোর জেলার বেনাপোল
পোর্ট থানাধীন বেনাপোল বলফিল্ডের উত্তর পার্শ্বে পৌর কমিউনিটি সেন্টারের পূর্ব পার্শ্বে
পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে।এমন সংবাদে উক্ত স্থানে র্যাবের
একটি দল হাজির হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ
ইমরান হোসেন (২৪), পিং- মোঃ শহিদুর রহমান, সাং-প্রন্দপুর থানাঃ- ঝিকরগাছা ২। মোঃ রাজু
আহম্মেদ (২১) পিং- মোঃ নাজিম উদ্দিন সাং ছোট আচড়া থানা বেনাপোল পোর্ট উভয়
জেলা-যশোর কে হাতে নাতে আটক করা হয়।পরবর্তীতে দেহ তল্লাশি করে শাট ও প্যান্ট এর পকেট
থেকে ২৪৭ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে
মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।#