রামগঞ্জ প্রতিনিধি :
রামগঞ্জ থানার এএসআই মহসিন চৌধুরী গত ১৭/০৮/১৬ইং তারিখ বুধবার দিবাগত রাত্রে ঢাকার কোতোয়ালী থানাধীন সদরঘাট এলাকায় বিশেষ অভিযান চালাইয়া জনৈক সুইটি আক্তার কে নির্যাতন মামলার তিন বছরের সাজা প্রাপ্ত আসামী ১। সাইফুর ইসলাম (২৮) পিতা-আলী আজ্জম সাং-পশ্চিম বিঘা থানা-রামগঞ্জ জেলা-লক্ষ্মীপুরকে গ্রেফতার করিতে সক্ষম হন। উক্ত আসামী ২০১৪ সালে মামলা রুজু হওয়ার পর গ্রেফতার এড়ানোর জন্য নিজেকে বিদেশে আছে বলে এলাকায় প্রকাশ করিয়া দীর্ঘদিন যাবত সে ঢাকায় আত্মগোপন করিয়াছিল। অবশেষে এএসআই মহসিন চৌধুরী তথ্য প্রযু্ক্তি ব্যবহার করিয়া উক্ত আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেন সক্ষয় হয়। আজ ১৮/০৮/১৬ইং বৃহস্পতি বার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।