অনলাইন স্পোর্টস ডেস্কঃ
পর্দা উঠতে না উঠতেই শেষের গান গাইছে রাশিয়া বিশ্বকাপ। আসরে বাকি রইল আর মাত্র চারটি ম্যাচ। সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া আর বেলজিয়াম-ফ্রান্স। ফুটবলবোদ্ধারা ফাইনালের লড়াইয়ে ফ্রান্স ও ইংল্যান্ডকে এগিয়ে রাখলেও পিছিয়ে রাখা যাচ্ছে না ক্রোয়েশিয়া-বেলজিয়ামকেও। ইতিমধ্যে হুঙ্কারও দেওয়া শুরু করেছে ক্রোয়েশিয়া। ইংল্যান্ডকে তার দল ভয় পায় না বলে জানিয়ে দিয়েছেন ক্রোয়েট কোচ জ্লাতকো দালিচ। হ্যারি কেন-রহিম স্টার্লিংদের আটকে দিয়ে তার দলই ফাইনালে ওঠবে বলে মনে করছেন তিনি।
ফাইনালে উঠতে হলে হ্যারি কেন-রহিম স্টার্লিং-দেলে আলিদের থামাতে হবে ইংল্যান্ডকে। কিভাবে সামাল দেবেন তাদের? সাংবাদিকদের মুখে এই প্রশ্ন শুনে কিছুটা অপ্রস্তত হলেও দ্রুত নিজেকে সামলালেন দালিচ। তিনি বলেন, ‘কেন সবচেয়ে বেশি গোল করেছে। তাকে থামানো মুশকিল। তবে আমাদের সেরা কয়েকজন সেন্টার ব্যাক রয়েছে। আমরা মেসি-এরিকসন ক্রিস্টিয়ানকে সামলেছি, মেসিকেও পারবো।’
হ্যারি কেন ছাড়াও রহিম স্টার্লিংকেও ভয়ঙ্কর ভাবছেন দালিচ। তিনি বলেন, ‘রহিম দারুণ ফুটবলার। সে খুব দ্রুত দৌড়ায়। কেনের সঙ্গে তার সমন্বয়টা দারুণ। এছাড়া একই ক্লাবে খেলার কারণে ডেজান লোভরেন ও ডমাগোজ ভিদা তাদের ভালোভাবে চেনে ও বুঝে। তাই আশা করছি সমস্যা হবে না।’
তবে ইংল্যান্ডকে খাটো করে দেখেতেও নারাজ ক্রোয়েশিয়ার কোচ দালিচ। তিনি বলেন, ‘আমি মনে করি না ইংল্যান্ড সহজ প্রতিপক্ষ। ভালোভাবেই সেমিফাইনালে এসেছে তারা। দলটা তরুণ ও মেধাসম্পন্ন ফুটবলার রয়েছে। গতি, আক্রমণাত্মক মনোভাব ও সেট পিসে দারুণ তারা। তাদের তেমন কোনো দুর্বলতাও নেই। তবে আমার দলের ওপর ভরসা আছে আমার।’