জাকির পাটোয়ারী: রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আ‘লীগের সভাপতি এ্যাভোকেট সফিক মাহমুদ
পিন্টুসহ ৪জন শীর্ষস্থানীয় নেতার পোস্টার,ফেস্টুন,বিলবোড ছিঁড়ে ও ভেঙ্গে ফেলায়
দলীয় নেতা-কমীদের মাঝে ক্ষোভের আগুনে জ্বলছে। কয়েকদিন যাবত রাতের আঁধারে
দুস্কৃতকারীরা দলীয় মনোগ্রাম ও প্রধানমন্ত্রীর ছবি সংযুক্ত
পোস্টার,ফেস্টুন,বিলবোড ছিঁড়ে ফেললেও কেউ প্রতিবাদ করার সাহস পারছে না।
উপজেলার আ‘লীগের পুর্নাঙ্গ কমিটি গঠনের পর উপজেলা আ‘লীগের সভাপতি
এ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু ,জেলা আ‘লীগের সহ-সভাপতি সফিকুল
ইসলাম,সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক কলামিস্ট সৈয়দ মোজাম্মেল হক মিলন,
উপজেলা আ’লীগের সহ-সভাপতি শামসুল হক মিজান সহ কয়েকজন নেতা দলীয়
মনোগ্রাম ও প্রধানমন্ত্রী, ও জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি সংযুক্ত করে মহাজোট
সরকারে উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে উপজেলাও পৌর সভার গুরুপূর্ণ স্থানগুলো এবং
সড়কের মোড়ে বিলবোড ও ফেস্টুন সাঁটিয়ে দিয়েছে। কিন্তু কয়েক দিন যাবত
গভীর রাতে অজ্ঞাত দুস্কৃতিকারীরা এ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টুর বিলবোড
ও ফেস্টুন ছিঁড়ে এবং ভেঙ্গে ফেলছে। দুস্কৃতিকারীরা উপজেলাতে অস্থিতিকর
পরিবেশ সৃষ্টি করতে ন্যাক্কাজনক ঘটনা ঘটাচ্ছে। এর পুর্বে একই দুস্কৃতিকারীরা
জেলা আ‘লীগের সহ-সভাপতি সফিকুল ইসলামের ২১টি তোড়ণে অগ্নিসংযোগ
ও ভাংচুর এবং যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক মিলন ও উপজেলা
আ‘লীগের সহ-সভাপতি শামসুল হক মিজানের ফেস্টুন ভাংচুর করে। উপজেলা
আ‘লীগের সভাপতি এ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু বলেন,ছাত্র জীবন থেকে
মজিব আদর্শের সংগঠন বাংলাদেশ আ‘লীগের রাজনীতি করে আসছি। দলের নেত্রী
জেলে থাকাবস্থায় মুক্ত করতে প্যানেল আইনজীবি হিসেবে লড়াই করছি। দীর্ঘ সময়ে
কেন্দ্রিয় আইন উপ-কমিটির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করে ২০১৭ সালে ত্রি-
বাষিক সম্মেলনে উপজেলা আ‘লীগের সভাপতির দায়িত্ব হাতে নিয়ে সকল
প্রতিবন্ধকতা উপেক্ষা করে নির্যাতিত ত্যাগী রাজপথ কাপাঁনো ছাত্রনেতাদের
মূল্যায়ন করে পুর্নাঙ্গ কমিটি উপহার দিয়েছি। সরকারের উন্নয়ন তুলে ধরে ২০
হাজার প্রচারপত্র বিতরণ,বিলবোড স্থাপন,ফেস্টুন সাটিয়েছি। যেই বিলবোড ও
ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে,সেই বিলবোড ও ফেস্টুন রাতের বেলাতে কারা
এবং কার ইন্দনে ছিড়ে এবং ভেঙ্গে ফেলছে। বিষয়গুলো আ‘লীগের সভানেত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়গুলো
মনিটরি করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর মুখোশধারীদের বিরুদ্ধে আমরা
রাজপথে হলে রাজপথে আইনে হলে আইনে মোকাবেলা করবো।