অনলাইন ডেস্কঃ
মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান এজাজুর রহমান আকনকে হাতুড়িপেটা করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের কাছে এ হামলার ঘটনা ঘটে। আহতের পরিবার ও স্থানীয়রা জানান, কালিকাপুর এলাকায় একটি জানাজাতে অংশ নিয়ে ফিরছিলেন এজাজুর রহমান আকন।
এ সময় কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে দুর্বৃত্তরা তার পথরোধ করে হাতুড়িপেটা শুরু করে। এ সময় তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্বৃত্তদের হাতুড়িপেটায় তার মাথায় ও হাতে মারাত্মক জখম হয়। এ ঘটনায় সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।