স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যদিয়ে ক্যারিবীয় সফর শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে। দুই টেস্টেই ধবল ধোলাই হয়েছে টাইগাররা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৩ রানে অল আউট হয়ে লজ্জার রেকর্ড করে। এবার পালা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলে নিজেদের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর লঙ্কানদের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে ভারতের বিপক্ষে পরাজিত হয়। সবশেষ ভারতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়।
দীর্ঘ বিরতির পর আগামী ২২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতে ফিরবে বাংলাদেশ। এরপর ৩১ জুলাই একই দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে নামবে টাইগাররা। গেলো বছরের শেষ দিকে চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর নতুন প্রধান কোচ স্টিভ রোডেসের অধীনে এটিই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ। ইতোমধ্যে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজে পরাজিত হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলের অধিনায়ক হিসেবে থাকবেন মাশরাফি বিন মুর্তজা। প্রথম দুটি ম্যাচ হবে অ্যান্টিগায়। তৃতীয় ও শেষ ম্যাচটি হবে সেন্ট কিটসে। এদিকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ সেন্ট কিটসে হলেও সিরিজের বাকি দুই ম্যাচ হবে আমেরিকার ফ্লোরিডায়। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি দেখাবে গাজী টিভি ও সনি ইএসপিএন এইচডি। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়সূচি ওয়ানডে সিরিজ
প্রথম ওয়ানডে (গায়ানা)
২২ জুলাই, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা
দ্বিতীয় ওয়ানডে (গায়ানা)
২৫ জুলাই, বাংলাদেশ সময় রাত ১২টা
তৃতীয় ওয়ানডে (সেন্ট কিটস)
২৮ জুলাই, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টাটি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি (সেন্ট কিটস)
৩১ জুলাই, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা
দ্বিতীয় টি-টোয়েন্টি (আমেরিকা, ফ্লোরিডা)
৪ আগস্ট, বাংলাদেশ সময় ভোর ৬টা
তৃতীয় টি-টোয়েন্টি (আমেরিকা, ফ্লোরিডা)
৫ আগস্ট, বাংলাদেশ সময় ভোর ৬টা