মীর ফারুক যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর সদরে মেহেরুন নেছা নামে এক মহিলা ধর্ষণ করার পর হত্যা করে লাশ গুম করে ইরাদ,পরে স্থানীয় জনতা হাতে ধরা পরে ইরাদ,গণপিটুনীতে গুরুতর ভাবে আহত হয় ধর্ষক ইরাদ।পুলিশ এসে ইরাদকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পথিমধ্য সে মারা যায়।
সোমবার যশোর সদর থানা জগন্নাথপুর গ্রামের এই ঘটনা ঘটে।নিহত মেহেরুন নেছা একই গ্রামে আব্দুল মতলের স্ত্রী
বিক্ষুদ্ধ জনতা মেহেরুন নেছা ধর্ষক ও হত্যাকারী ইরাদের বাড়ি অগ্নিসংযোগ ও ব্যাপক ভাংচুর করে বলে জানা যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমরাব দুপুরে ইরাদ ভাত রান্নার কথা বলে আব্দুর মতলেব এর স্ত্রী মেহেরুন নেছা কে ডেকে নিয়ে যায়,সেখানে যাওয়া পর থেকে মেহেরুন নেছা নিখোঁজ ছিলো,বিভিন্ন যায়গায় খোঁজ করে মেহেরুন কে না পেয়ে স্থানীয় জনতা বিকালে ইরাদ আটক করে গণপিটুনী দিলে ইরাদ মেহেরুন এর লাশ রান্না ঘরে আছে বলে জানায়।পরে জনতা ইরাদের রান্না ঘর থেকে মেহেরুন নেছার বস্তাবন্ধি মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
যশোর সদর থানা (ওসি)অপূব হাসান ঘটনা নিশ্চিত করে বলেন রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হত্যাকারী ইরাদ ও মেহেরুন নেছার মরদেহ উদ্ধার করি থানা নিয়ে আসি,পথিমধ্য গণপিটুনীতে আহত ইরাদ মৃত্যবরণ করে।মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।মামলার প্রস্তুুতি চলছে বলে জানা তিনি।