মীর ফারুক যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর শার্শা উপজেলা শিকারপুর সিমান্তে মাদক পাচারকারীদের ধাওয়া করে বিজিবি সদস্যরা, বিজিবি ধাওয়া খেয়ে ১০ বস্তা ফেন্সিডিল ফেলে পালিয়ে যায় পাচারকারীরা।পরে বস্তা খুলে তার মধ্য ৮১৮ পিচ ফেন্সিডিল পাওয়া যায়,উদ্ধার হওয়া ফেন্সিডিল এর আনুমানিক বাজার মুল্য প্রায় ৩ লক্ষ ২৭ হাজার টাকা।এসময় মাদক পাচারকারী কাউকে আটক করতে পারেনি বিজিবি।
১৮ই জুলাই বুধবার ভোরে বিজিবি শিকারপুর ক্যাম্পের সদস্যরা শার্শা থানা নাইকেলবাড়িয়া গ্রাম থেকে ফেন্সিডিল গুলো উদ্ধার করে।
৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল হক বলেন বুধবার ভোরে শিকারপুর সিমান্তে দিয়ে ১০ জনের একটি মাদক পাচারকারী দল ফেন্সিডিল নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলো।বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে পাচারকারীদের ধাওয়া করে,ধাওয়া খেয়ে তারা কয়েকটি বস্তা ফেলে তারা পালিয়ে যায়।বস্তাগুলো উদ্ধার করে তার মধ্য ৮১৮ পিচ ফেন্সিডিল পাওয়া যায়।তবে পাচারকারী কাউকে আটক করতে পারিনি।উদ্ধার হওয়া ফেন্সিডিল শার্শা থানায় জমা দেওয়া হবে।