মো: আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে
মাদক উপর অভিযানে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ ১ জনকে গ্রেফতার করেছে
শ্রীমঙ্গল থানা পুলিশ।
বুধবার দুপুরে শ্রীমঙ্গল থানার এস.আই. জাকারিয়া ও এ এস.আই. এনামুল হক এ
এস আই বাসু কান্তি দাসের নেতৃত্বে শ্রীমঙ্গল শহস্থ আরামবাগ এলাকা থেকে
তাকে গাঁজাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের
মৃত মধু মঙ্গল তাতীর ছেলে পলাশ তাতী (২২) শ্রীমঙ্গল থানাসুত্রে জানা যায়
পলাশ তাতীর নামে মাদকের একাধিক মামলা রয়েছে।