রামগঞ্জ প্রতিনিধি :
রামগঞ্জে এক বিশেষ অভিজানে রামগঞ্জ থানার এএসআই মহসিন চৌধুরী ফোর্স সহ গত ১৯/৮/১৬ তারিখ শুএুবার রাএবেলা থানা এলাকায় অভিযান চালায় মাদক এ সময় গাঁজা ব্যবসায়ী নুর আলম প্রকাশ নুরু (৪৫) কে গেপ্তার করে । নুরু ২০১০ সালে ফরিদগন্জ থানায় গাঁজা সহ গেপ্তার হওয়া মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। নুরু ফকিরপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে। আজ শনিবার তাহাকে আদালতে সোপর্দ করা হইবে।