সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বিজিবি’র বৃক্ষরোপন ও মৎস্য পোনা অবমুক্তকরণ
কর্মসূচী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন
সদর দপ্তরে এ কর্মসূচীর উদ্বোধন করেন ২২ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল চৌধুরী সাইফ উদ্দিন
কাউসার। এসময় ব্যাটালিয়নের সকল অফিসার, জুনিয়র
কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক ও অসামরিক সদস্যগণ উপস্থিত
ছিলেন।
এ কর্মসূচীর আওতায় ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ
বিওপি সমুহে মোট ২শ কিলোমিটার ও পার্শ্ববতী এলাকায় ফলজ,
বনজ ও ঔষধীসহ বিভিন্ন জাতের ৪ হাজার গাছের চারা লাগানো
হবে এবং এসব এলায় বিদ্যমান পুকুরগুলোতে ১০ হাজারের অধিক
বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
২২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল চৌধুরী
সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম জানান, এসব বৃক্ষ এ অঞ্চলের
জলবায়ু পরিবর্তনের প্রভাবের উপর কাজ করবে। আর মাছ এ এলাকার
খাদ্যের চাহিদা কিছুটা হলেও পুরণ করবে।