অনলাইন ডেস্কঃ
দেশজুড়ে তাপদাহ বয়ে যাচ্ছে। প্রচন্ড গরমে স্বাভাবিক জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি নানা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। আবহাওয়া অফিস বলছে, এমন তাপদাহ থেকে দু’এক দিনের মধ্যেই মুক্তি মিলতে পারে।
রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে।
দেশের বিভিন্ন স্থানে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সঙ্গে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে আরও বেশি।
মানুষ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন।
আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে লঘু চাপের কারণে গরমের এমন তীব্রতা। তারা আশা করছেন দু’একদিনের মধ্যেই বৃষ্টি হতে পারে।
এমন অবস্থায় কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন।