অনলাইন ডেস্কঃ
পাবনার সাঁথিয়া উপজেলায় ঘরের মেঝে খুঁড়ে পাওয়া গেল ১৮টি বিষধর গোখড়া সাপ। এই ঘটনায় ওই পরিবারের সদস্য ও তাদের প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ শুক্রবার সকালে ওই সাপগুলো বের করা হয়। পরে সাপগুলো মেরে ফেলেন স্থানীয় লোকজন।
সাপগুলো ধরা হয় মাদ্রাসাশিক্ষক আবদুল মমিনের ঘর থেকে। তাঁর বাড়ি উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে।
নন্দনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মোল্লা জানান, বুধবার সকালে শিক্ষক মমিনের বসত ঘরের পেছনে গোখড়া সাপের একটি খোসা দেখতে পান তাঁর বাবা হোসেন আলী মোল্লা। আজ সকালে স্থানীয় লোকজন সাপুড়ে সালামকে ডেকে আনেন। সালাম প্রথমে একটি গর্ত থেকে একটি বিষধর গোখড়া সাপ বের করেন। এরপর ঘরের মেঝে খুঁড়ে একে একে ছোট বড় মিলে আরো ১৭টি গোখড়া সাপ বের করেন। সাপ উদ্ধারের সংবাদ পেয়ে উৎসুক জনতার ঢল নামে ওই বাড়িতে। তারা ১৮টি সাপ মেরে ফেলেন।
আবদুল মমিন বলেন, ‘সাপের খোসা দেখার পর থেকেই আমরা আতঙ্কিত ছিলাম। সাপুড়ে ১৮টি গোখড়া সাপ ঘর থেকে ধরেছে ভাবতেই ভয় লাগছে। এতো সাপ উদ্ধারের পর থেকে আমরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছি।’
এর আগে নন্দনপুর ইউপি চেয়ারম্যান লিটন মোল্লার বসত বাড়ি থেকে ১১টি গোখড়া সাপ ধরেন স্থানীয়রা।
সুত্র, ntv