ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : অতীতে কখনো আমি খারাপের সঙ্গে ছিলাম না,
এখনো নেই, মৃত্যুর আগ পর্যন্তও থাকবো না। দেশে অনেক নামীদামী কোম্পানী আছে
যারা গ্রাহকের সঙ্গে প্রতারণা করে কিন্তু আমাদের কোম্পানীর পণ্য খারাপ হলে সরাসরি
আমাকে ফোন করবেন। ভারী বর্ষণ উপেক্ষা করে হাজার হাজার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা
জানিয়ে বলেন, বৃষ্টিতে ভিজলে অসুস্থ্য হয়ে যেতে পারেন তাই চায়ের দোকানে গিয়ে
গরম গরম চা খান আর আমার জন্য দোয়া করবেন।
মঙ্গলবার বিকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরের থানার সামনে এলটিআর
কোম্পানীর শো-রুম উদ্বোধনকালে বাংলাদেশ চলচিত্রের এ্যাকশান হিরো ও এলটিআর
কোম্পানীর এ্যামবাসিডর নায়ক মাসুম পারভেজ রুবেল এসব কথা বলেন। উদ্বোধনকালে
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা, কোম্পানীর ডিলার
রনি সরকার, এড. গোলাম সামদানী সেলিম, নাজমুল সাদত, রানা সরকার, কামরুজ্জামান
মীর আজাদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।