মোঃ রুহুল আমীন আত্রাই প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে।
সকাল ১০টায় আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার
মোঃ সানাউল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান।
সভায় অংশ নেন আত্রাই থানা অফিসার ইনচার্জ মোবারক, হোসেন, ভাইস চেয়ারম্যান একরামুল বারী
মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,
সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, চেয়ারম্যান পাঁচুপুর ইউপি ও প্রচার সম্পাদক
আফসার আলী প্রাং, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাজেদুর রহমান দুদু, প্রেসক্লাব সভাপতি মোঃ রুহুল
আমীন আত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুহেনা মোস্তফা কামাল প্রমুখ। এসময় উপজেলার সকল
দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক,এনজিও কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ
অনেকে উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ,কালো পতাকা উত্তোলন, র্যালী মিলাদ ও দোয়া
মাহফিল, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি
পালন করা করার সিদ্ধান্ত গৃহীত হয়।