মোঃ আশিকুর রহমান টুটুল,নাটোর প্রতিনিধি,
নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে মাদক সেবন ও ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদের
কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ জুলাই) রাতে র্যাব-৫ সিপিসি নাটোর ক্যাম্পের একটি দল গুরুদাসপুর
উপজেলার চাঁচকৈড় এলাকায় অভিযান চালিয়ে দুইশ গ্রাম গাঁজা তিন সেট
প্লেকার্ড সহ প্রকাশে মাদক দ্রব্য সেবন ও বিক্রয়ের অপরাধে মশিন্দা গ্রামের মৃত
নিয়ামত সরদারের ছেলে মজনু সরদার, আনন্দ নগর গ্রামের জালাল শাহর ছেলে গোলাম
মোস্তফা (৩২), কাচারীপাড়া গ্রামের মৃত আকুল প্রাংএর ছেলে আব্দুল হামিদ (৪৫),
কুমারখালী শাহ মাহমুদের ছেলে রফিক (৪২), খামার নাচকৈড় গ্রামের মৃত নুর মোহাম্মদ
বিশ্বাসের ছেলে আঃ হালিম বিশ্বাস, আনন্দ নগর গ্রামের মৃত আবু তালেব এর ছেলে
রফিক (৪৪), পারগুরুদাসপুর গ্রামের মৃত শের মাহমুদ খলিফার ছেলে ময়েন উদ্দিন খলিফা (৩০),
বামনকলা গ্রামের মৃত জেহের আলীর ছেলে ফজলু (৩৫), খামার নাচকৈড় গ্রামের মৃত
কাশেম প্রাংএর ছেলে তৌহিদুল ইসলাম প্রাং (৪৫), চাঁচকৈড় মধ্যপাড়া গ্রামের মৃত
দেওয়ান সোনার ছেলে ফজলু (৫১) এবং চাঁচকৈড় কাচারীপাড়া গ্রামের মৃত জোবা
প্রাংএর ছেলে মইনুল ইসলাম (৪৫) কে আটক করা হয়। পরে তাদের স্কোয়াড কমান্ডার ও
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ রবিউল ইসলামের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ নং
হতে ৪ নং আসামীর ছয় মাস, ৫ নং হতে ১১ নং আসামীর এক মাস বিনাশ্রম কারাদন্ড
প্রদান করে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এসময় ভ্রাম্যমান আদালতের নির্দেশে উদ্ধারকৃত আলামত সমূহ ধ্বংস করা হয়েছে।