এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে এসপি রশিদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারেফ হোসাইনের বিদায় সংবর্ধনা ও আলেঅচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের হল রুমে ওই বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন খাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন, খাউলিয়া ক্লালাষ্টারের সহকারী শিক্ষা অফিসার এস এম জাকির হোসেন, সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হোসেন শিকদার, শরণখোলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছাদুজ্জামান, মোরেলগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যারয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা খাতুন প্রমুখ।
4[2]অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আলোমগীর হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন জোছনা সুলতানা ও সাবেক শিক্ষার্থী আতিকুর রহমান সাওন।
উল্লেখ্য,সংবর্ধিত প্রধান শিক্ষক মোশারেফ হোসেন ২০০৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এসপি রশিদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। অনুষ্ঠানে মান পত্র পাঠ করেন, সাবেক শিক্ষার্থী মাইসা আক্তার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দ্বায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিরাজুল ইসলাম।