বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চার কিশোর নিহত হয়েছে। নিহতরা হলো কটিয়াদী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চারিয়া গ্রামের জয়নালের ছেলে সাব্বির (১৬), কামাল মিয়ার ছেলে দীপ (১৭), আয়াতউল্লাহর ছেলে মাসুদ (১৭) ও নজরুল মিয়ার ছেলে অন্তর (১৬)। নিহতরা সবাই একই গ্রামের।
পুলিশ জানায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। একটি মোটরসাইকেলে চার বন্ধু কটিয়াদী থেকে নিজ গ্রামের দিকে যাওয়ার সময় দড়ি চরিয়াকোনা এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অন্তরকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী জানান, লাশ বর্তমানে থানায় রয়েছে। আজ সকালে জেলা সদরে মর্গে পাঠানো হবে।