শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ মোরেলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তারেক রহমান দেশে ফিরবেন কখন, যা বললেন মির্জা ফখরুল গুম-খুনে আর জড়াবে না র‍্যাব : মহাপরিচালক শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না ভারতের মোদি সরকার সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন পাঁচবিবিতে জনবল সংকট ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ক্যারিবিয়ান জয়ের পর তাসকিন-তাইজুল যা বললেন

সহিংস ভোট,বিজয় মিছিল ইমরানের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮
  • ২৬৬ বার পড়া হয়েছে
imran

অনলাইন ডেস্কঃ 

পাকিস্তানের ১১তম সাধারণ নির্বাচনে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হওয়ার পথে রয়েছে। গত রাতে ভোট গণনার সর্বশেষ খবর অনুযায়ী, জাতীয় পরিষদের সরাসরি নির্বাচনের ২৭২টি আসনের মধ্যে ১০৫ আসনে এগিয়ে আছে ইমরান খানের দল পিটিআই। নওয়াজ শরিফের মুসলিম লীগ (পিএমএল-এন) ৭১টি আসনে, বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি ৩৯টি আসনে, এমকিউএম সাতটি এবং এমএমএ ৭৯টি আসনে এগিয়ে রয়েছে। ভোট গণনার ফলাফলে বিজয়ের সুবাস পেয়ে রাতেই ইমরানের সমর্থকরা পেশোয়ারসহ দেশটির কয়েকটি শহরে আনন্দ মিছিল শুরু করে।

আশঙ্কাকে সত্যি করে গতকাল বুধবার ভোটের দিন সহিংসতার রক্ত ঝরে পাকিস্তানিদের। কোয়েটার একটি কেন্দ্রে আত্মঘাতী হামলায় পুলিশসহ ৩১ জন এবং নির্বাচনী সহিংসতায় আরো দুজনসহ মোট ৩৩ জনের প্রাণহানি ও ৩৬ জনের জখম হওয়ার মধ্য দিয়ে ঘটনাবহুল নির্বাচনের দিন অতিবাহিত করে দেশটির মানুষ। সংঘাত-সংঘর্ষ, অনিয়ম, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোটগ্রহণে ইচ্ছাকৃত বিলম্বের বিচ্ছিন্ন অভিযোগও পাওয়া গেছে। তবে শেষ পর্যন্ত ভোটারদের উৎসাহ এবং দীর্ঘ লাইনই ছিল সবচেয়ে বেশি লক্ষণীয়।

ভোট গণনা শুরু হওয়ার পর নওয়াজ শরিফের দলের মুখপাত্র মরিয়ক আওরঙ্গজেব ভোট গণনার প্রক্রিয়া নিয়ে আপত্তি তোলেন। তিনি বিভিন্ন কেন্দ্র থেকে তাঁদের দলের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগও করেন।

সকাল ৮টা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের পাশাপাশি চারটি প্রাদেশিক পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। কোনো রকম বিরতি ছাড়াই সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। জাতীয় পরিষদের ২৭২ সাধারণ আসনের বিপরীতে প্রার্থী ছিলেন তিন হাজার ৪২৮ জন। চারটি প্রাদেশিক পরিষদের ৫৭৭ সাধারণ আসনের বিপরীতে প্রার্থী ছিলেন আট হাজার ২৪৫ জন। নির্বাচনে ভোটগ্রহণের জন্য সারা দেশে আট হাজার ৫০৮টি ভোটকেন্দ্র এবং দুই লাখ ৪৪ হাজার ৬৮৭টি বুথ স্থাপন করা হয়। মোট ১৭ হাজার সাতটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। প্রসঙ্গত, পাকিস্তান নির্বাচন কমিশনের তালিকাভুক্ত রাজনৈতিক দল হচ্ছে ১২০টি। এর মধ্যে শর্ত পূরণ করায় ৯৫টি দল নির্বাচনে অংশ নিতে পারে।  নির্বাচনে ভোটার ১০ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৪০৯ জন।

জিওটিভি জানায়, ভোটগ্রহণের এক ঘণ্টা আগে সকাল ৭টা থেকে ভোটাররা লাইনে দাঁড়াতে শুরু করে। ব্যতিক্রম ছাড়া সারা দিন ভোটারদের লাইন দেখা গেছে। জিওটিভি জানায়, তাদের সারা দেশে থাকা প্রতিনিধিরা ভোটারদের মধ্যে এই আগ্রহ প্রত্যক্ষ করেছেন। কোয়েটায় বোমা হামলা ভোটারদের দমাতে পারেনি। তবে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শেষ পর্যন্ত নির্বাচনে অনিয়মের অভিযোগে ছয় শতাধিক লিখিত অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে।

কোয়েটায় আত্মঘাতী হামলা, দায় স্বীকার আইএসের : পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ভোটগ্রহণ চলাকালে সকাল ১১টার দিকে বেলুচিস্তানের কোয়েটা শহরের ইস্টার্ন বাইপাস এলাকায় একটি ভোটকেন্দ্রের বাইরে পুলিশ ভ্যান লক্ষ্য করে বোমা হামলা চালায় এক আত্মঘাতী। এতে পুলিশসহ কমপক্ষে ৩১ জন নিহত ও ৩০ জন আহত হয়। আহতের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পরপরই কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। তবে ঘণ্টা দুই-এক পর সেখানে ভোটগ্রহণ ফের শুরু হয়।

কোয়েটা পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, জাতীয় পরিষেদের ২৬০ নম্বর আসনের অধীনে কোয়েটা শহরের তামির-ই নাও স্কুলের ভোটকেন্দ্রের বাইরে হামলার ঘটনাটি ঘটে। কোয়েটার স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা হাসিম ঘিলজাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলাকারী ভোটকেন্দ্রে প্রবেশ করতে চেয়েছিল। পুলিশ বাধা দিলে সে নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। সর্বশেষ কোয়েটা পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আইতাজ আহমেদ গোরিয়া হামলায় নিহতের সংখ্যা ৩১ জন বলে জানান। হামলার পর জঙ্গি গ্রুপ ইসলামী স্টেট এর দায় স্বীকার করে। জঙ্গি সংগঠনটির আমাক নিউজ এজেন্সির মাধ্যমে এ দাবি করা হয়।

কোয়েটার এই ২৬০ নম্বর আসনটি নির্বাচনের আগে থেকেই ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হচ্ছিল। এই এলাকাটি এমনিতেই জঙ্গি হামলার জন্য ঝুঁকিপূর্ণ। ১৫ বছর ধরে এই এলাকার আশপাশে বেশ কিছু টার্গেট কিলিং ও বোমা হামলার ঘটনা ঘটে।

আরো সহিংসতা ও প্রাণহানি : এর আগে সকালে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা বেলুচিস্তানের খুজদার জেলার কোসখ গ্রামের একটি ভোটকেন্দ্রে গ্রেনেড হামলা চালায়। কেন্দ্রের বাইরে এ হামলায় এক পুলিশ নিহত ও তিনজন আহত হয়। প্রাণহানির আরেকটি ঘটনা ঘটে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। সেখানে সাউবি জেলায় আওয়ামী ন্যাশনাল পার্টির সঙ্গে সংঘর্ষের সময় পিটিআইর এক কর্মী গুলিবিদ্ধ  হয়ে মারা যান। এ সময় আহত হয় আরো দুজন।

এ ছাড়া লারকানায় বোমা বিস্ফোরণে তিনজন আহত হয়। নাসিরাবাদে দুই প্রার্থীর লোকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বেলুচিস্তানে চামন এলাকায় একটি পিকেএমএপির দলের সঙ্গে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়। সিন্ধুর ঘোটকি জেলায় বিকেল ৫টার দিকে দুই দলের সংঘর্ষে পাঁচজন আহত হয়। মুলতানে দুই দলের সংঘর্ষ হয়। লাহোরে একটি কেন্দ্রে পিএমএল (এন) ও পিপিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়।

সময় বৃদ্ধির দাবি নিয়ে নাটক, উত্তেজনা : সকাল থেকেই পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) পক্ষ থেকে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর অনুরোধ জানানো হয়। দলটির পক্ষে ইচ্ছাকৃতভাবে ভোটগ্রহণপ্রক্রিয়া বিলম্ব করার অভিযোগ আনা হয়। দলের পক্ষ থেকে দলটির সিনেট সদস্য মোসাহেদ হোসাইন ও সাবেক প্রধানমন্ত্রী শহিদ কাখান আব্বাসি আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বৃদ্ধি করার দাবি জানান। নির্বাচনী আইনের ৭০ ধারায় এই আবেদন করেন তাঁরা। পরে পিপিপির পক্ষে দলের প্রবীণ নেতা ফারহাতুল্লাহ বাবর গতকাল ২টার দিকে একই দাবি  জানান। বেলুচিস্তান আওয়ামী পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সরফরাজ বুগতিও ইচ্ছাকৃতভাবে ভোটগ্রহণে বিলম্বের অভিযোগ করে সময় বাড়ানোর দাবি জানান। এ ছাড়া  আওয়ামী ন্যাশনাল পার্টি, আওয়ামী মুসলীম লীগও একই দাবি জানায়।

তবে সময় বৃদ্ধির বিপক্ষে ছিল ইমরান খানের পিটিআই। বিকেল পৌনে ৫টার দিকে পিটিআইর নেতা সিনেটর ফয়সাল জাভেদ খান বলেন, সময় বাড়ানো হলেও পিএমএলের (এন) ভোটাররা ঘর থেকে বের হয়ে আসবে না। কিন্তু পরে সবাইকে চমকে দিয়ে ভোটগ্রহণের কিছুক্ষণ আগে ‘সেনাবাহিনীর সুবিধা পাওয়া’ পিটিআই সন্ধ্যা ৫টা ২০ মিনিটে ভোটের সময় বৃদ্ধির আবেদন করে।

প্রার্থীকে থাপ্পর : ডন জানায়, লাহোরের একটি কেন্দ্রে মুসলীম লীগের (এন) এক প্রার্থী পিটিআইর এক প্রার্থীকে থাপ্পর মারেন। দুজনই জাতীয় পরিষদের ১২৮ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দুই প্রার্থীর নাম প্রকাশ করেনি ডন।

ইসিপির জরুরি মিটিং : সময় বৃদ্ধির দাবির চাপ বাড়তে থাকলে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি সরকার রাজা খান কমিশনারদের নিয়ে বিকেল সোয়া ৪টায় জরুরি বৈঠকে বসেন। বৈঠকে প্রাদেশিক নির্বাচন কমিশনারদের মতামত নেওয়া হয়। পরে বিকেল ৫টায় বৈঠক শেষে ইসিপি জানায়, ভোটের সময় বাড়ানো হবে না। কারণ এমনিতেই এক ঘণ্টা বেশি সময় ভোটগ্রহণের জন্য রাখা হয়েছে।

উত্তর ওয়াজিরিস্তানে প্রথমবারের মতো নারীদের ভোট : খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান ও আপার দির জেলায় প্রথমবারের মতো নারীরা ভোট দেয় কোনো রকম বাধা ছাড়াই। এ ব্যাপারে বিকেল ৪টায় উপজাতীয় জেলা উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার মুহাম্মদ আয়াজ খান বলেন, জেলায় কোনো ধরনের অপ্রীতির ঘটনার কোনো খবর পাওয়া যায়নি।

আচরণবিধির দায়ে শাস্তি পেতে পারেন ইমরান খান : প্রকাশ্য ভোট দেওয়ায় পিটিআইপ্রধান ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ইসিপিতে লিখিত অভিযোগ জানানো হয়েছে। টিভি ফুটেজে দেখা যায়, ইমরান খান পোলিং অফিসারের টেবিলে সবার সামনে প্রকাশ্যে ভোট দেন। যদিও গোপন কক্ষে ভোট দেওয়ার বাধ্য বাধ্যকতা রয়েছে। এ ঘটনায় ইমরান খানকে নোটিশ দিয়েছে ইসিসিপ। বিধি অনুযায়ী ইমরান খানের জেল-জরিমানা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451