স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ শর্টফিল্ম ফোরাম আয়োজিত ‘‘১মিনিট
জুনিয়র ভিডিও’’ কর্মশালায় অংশ নিচ্ছেন নারায়ণগঞ্জের তরুন শিশুতোষ
চলচ্চিত্র নির্মাতা মিডিয়া ভিশন’’র ব্যবস্থাপনা পরিচালক ‘‘সাব্বির আহমেদ
সেন্টু। আগামী ২৭ জুলাই শুক্রবার সকাল ৯টা হতে রাজধানীর সেগুন বাগিচাস্থ
শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে এ কর্মশালা শুরু হবে এবং তা চলবে ৩০
জুুলাই পর্যন্ত চলবে। দেশের প্রতিটি জেলা থেকে ১জন করে শিশুতোষ চলচ্চিত্র
নির্মাতা এতে অংশ নিচ্ছে। সাব্বির আহমেদ সেন্টু নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা
একাডেমীর পক্ষে প্রতিনিধিত্ব করবেন বলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা
একাডেমীর জেলা কালচারাল অফিসার সৈয়দা সাহিদা বেগমের সাক্ষরিত এক স্মারক
থেকে এ তথ্য জানা যায়। উল্লেখ্য,সাব্বির আহমেদ সেন্টু বাল্যবিবাহ,অশুভ
পরিণয়,নিষিদ্ধ শ্রম,পাটের কদর,ইভটিজিং ভয় আর নয়,পরিবেশ
বাঁচাও,সবলপ্রীতি,সমাধান,ব্যবধা
গল্প,রাজাকারের ফাঁসি,দেশ দ্রোহিতার পরিণাম.সত্যের ধ্বংস নাই’’সহ ৫৭টি
শিশুতোষ চলচ্চিত্র এবং প্যাকেজ নাটক জীবন ঘুড়ি,অনুশোচনা ও সদ্য আলোচিত
শর্টফিল্ম ইসসিরে নির্মাণ করেছেন। এছাড়া নির্মাণের পথে রয়েছে জিরো
লাইফ,ধারাবাহিক নাটক চিটার নাম্বার ওয়ানসহ আরো অসংখ্য নাটক।