ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৮ম
শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের ঘটনায় অসহায় পিতা কন্যাকে
উদ্ধারের ব্যর্থ হয়ে বিজ্ঞাদালতে মনির হোসেন গংদের বিরুদ্ধে নারী ও শিশু
নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায, ফুলবাড়ীয়া উপজেলার ১১ নং রাধাকানাই ইউ,পি,
পলাশতলী গ্রামের মোঃ আবুল কালামের ৮ম শ্রেণিতে পড়–য়া কন্যা জান্নাত
আক্তারকে প্রেমের প্রস্তাবসহ স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করতো একই
সাকিনের নজরুল ইসলামের বখাটে পুত্র মনির হোসেন। গত ১২
ডিসেম্বর/১৭ তারিখে সকাল অনুমান ৮ টার দিকে পলাশতলী বাজারের দক্ষিণ
পূর্ব পাশ হতে মনির হোসেনের নেতৃত্বে স্কুলে আসার পথে জোরপূর্বক
সিএনজিতে উঠায়া অজ্ঞাত স্থানে জান্নাতকে নিয়ে যায়। প্রতিদিনের
মত স্কুল ছুটির পর জান্নাত বাড়ীতে না আসায় ঘটনার প্রত্যক্ষ সাক্ষীদের
বক্তব্য শুনিয়া পিতা আবুল কালাম বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে
অবগত করেন।
এ ঘটনায় আসামী মনির হোসেন সহ পরিবারের লোকজন অসহায় আবুল
কালামের পরিবারের প্রতি আরও বেশী ক্ষিপ্ত হন। কন্যাকে উদ্ধারের আশায় বুক
বেধে ৫ ফেব্রুয়ারি/১৮ তারিখে আসামীগণের কবল হইতে উদ্ধারের দাবীতে
নারী ও শিশু আইন-২০০০ (সংশোধিত/০৩) এর ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন।
মামলা নং- ৩৫/১৮।
এ ব্যাপারে পিতা আবুল কালাম জানান, আমার অবুঝ মেয়ে জান্নাত
আক্তারকে আসামী মনির হোসেন সহ পিতা নজরুল ইসলাম গং জোরপূর্বক
অজ্ঞাত স্থানে আটকিয়ে রেখেছে। কন্যা কোথায় আছে জানতে চাইলে তারা
আমার পরিবার ও আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি সহ সাফ জানিয়ে
দেয় কিছ্ধুসঢ়;ই জানিনা। সবেমাত্র জান্নাত ২০১৭ সালে জুনিঃ স্কুল
সার্টিফিকেট পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে। সে পলাশতলীর পলাশ বালিকা উচ্চ
বিদ্যালয়ের ছাত্রী। আমি সকল আসামীদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের
মাধ্যমে দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানাচ্ছি।