সোহেল রানা,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
এইডসের মারাতœক ঝুকিতে রয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরসহ
এর আশে পাশের এলাকা। আজ বৃহস্পতিবার দুপুরে পিএসটিসির
আয়োজনে হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে বন্দরে
কর্মরত শ্রমিকদের নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালায়
পিএসটিসির দিনাজপুর জেলা সমন্বয়ক নুরেলা তাবাসসুম এ
কথা জানান।
এসময় তিনি বলেন, হিলি একটি সীমান্ত এলাকা, এই সীমান্ত
দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে বিভিন্নভাবে মানুষ যাতায়াত করে
থাকেন। এছাড়াও এখানে স্থলবন্দর হওয়ার কারনে এখানে ভারত থেকে
প্রচুর পরিমানে ট্রাক চালকরা মালামাল নিয়ে আসেন। মালামাল
লোড আনলোড করতে অনেক সময় লাগে সেসময় তারা ভাসমান
যৌনকর্মীদের সাথে অবাধে মেলামেশা করে থাকেন। একারনে
হিলি স্থলবন্দরসহ এর আশেপাশের এলাকা মারাতœক এইচআইভি
এইডসের মারাতœক ঝুকিতে রয়েছে।
পিএসটিসির দিনাজপুর জেলা সমন্বয়ক নুরেলা তাবাসসুমের
সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, পিএসটিসির ফিল্ড
সুপারভাইজার শাহনাজ পারভীনসহ হিলি স্থলবন্দরের শ্রমিকরা।