স্পোর্টস ডেস্কঃ
ট্রান্সফার ঝড় তো শেষ হয়েছে; এবার ভক্তদর প্রতীক্ষা- কবে নতুন ক্লাব জুভেন্তাসের জার্সিতে মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনালদো? পর্তুগিজ সুপারস্টারের ভক্তদের অপেক্ষার পালা এবার হয়তো শেষ হতে যাচ্ছে্। চিয়েভোতে অ্যাওয়ে ম্যাচ দিয়ে জুভেন্তাসের হয়ে সিরি’আ লিগে অভিষেক হতে পারে পারে সিআর সেভেনের।
২০১৮-১৯ মৌসুমের সুচি অনুযায়ী ১৮ আগস্ট থেকে মাঠে গড়াচ্ছে সিরি’আ লিগ। ১৯ আগস্ট কিয়েভোর মুখোমুখি হবে জুভেন্তাস। এই ম্যাচ দিয়ে জুভেন্তাস এবং ইতালিয়ান লিগে অভিষেক ঘটবে রোনালদোর। এরপর ২৬ আগস্ট ঘরের মাঠে লিগের প্রথম ম্যাচ খেলবে জুভেন্তাস। ওই ম্যাচ দিয়ে লাৎসিওর বিপক্ষে জুভেন্তাসের ঘরের মাঠে অভিষেক হবে সিআর সেভেনের।
রিয়াল মাদ্রিদ ইতিহাসে ক্লাবের হয়ে রেকর্ড সর্বোচ্চ ৪৫০ গোলের মালিক, ৯টি শীর্ষ ট্রফি এবং ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল তারকার রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগদানের খবরে গোটা ফুটবলবিশ্ব হতভম্ব হয়ে পড়ে। জুভেন্তাসে যোগদানের বিষয়টিকে তিনি ‘একটি নতুন অধ্যায়’ হিসেবে অভিহিত করেছেন।
রোনালদোকে তুরিনে আনতে ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে জুভেন্তাসকে। সেই সঙ্গে অভ্যন্তরীণ খরচ বাবদ তার জন্য ব্যয় করতে হবে আরো ১২ মিলিয়ন ইউরো। যদিও মাঠে নামার আগেই এসব খরচে অর্ধেকের বেশি ক্লাবকে তুলে দিয়েছেন রোনালদো! সাদা কালো শিবিরের আশা, সিআর সেভেনের হাত ধরেই অষ্টম শিরোপা জিতবে ক্লাব। প্রেরণা যোগাবেন রোনালদো। করেছেন রোনালদো।