স্পোর্টস ডেস্কঃ সেন্ট কিটসে আজ ম্যাচটা জিতলেই নয় বছরের আক্ষেপ ঘুচবে বাংলাদেশের। গত নয় বছর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারিয়ে সিরিজ জিতেছিল টাইগাররা।এরপর ২০১৪ সালের সফরটা ছিল শুধুই হতাশার। সব ফরম্যাটেই ধবল ধোলাই হয়ে ফেরে বাংলাদেশ।এবারও শুরুটা হয়েছিল দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরে। কিন্তু ওয়ানডে সিরিজে এসেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। আশা জাগে সিরিজ জয়ের।সিরিজের দ্বিতীয় ম্যাচে এসেই স্বপ্নটা সত্য করতে পারতো। যদি না শেষের ওভারটা হতাশার না হত।ওয়ানডে অধিনায়কের মতে, যা হবার হয়ে গেছে। এখন সামনে দেখার পালা।সেটাই তবে হোক সেন্ট কিটসে। গায়ানার সুখ আর দুঃখ ভুলে এই ম্যাচটা নিজেদের করে নিলেই হয়।সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।বাংলাদেশের একাদশে কোনও পরিবর্তন আসেনি। অন্যদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আলজারি জোসেফ ও জেসন মোহাম্মদের বদলে দলে ঢুকেছে শিরন পাওয়েল ও শেলডন কটরেল।বাংলাদেশ:মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ,মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি।ওয়েস্ট ইন্ডিজ:জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, শিরন পাওয়েল, এভিন লুইস, শেলডন কটরেল, অ্যাশলে নার্স, কাইরান পাওয়েল, রোভম্যান পাওয়েল।