শোয়াইব. আড়াইহাজার প্রতিনিধি :
২১আগাস্ট বাংলার দু :খের স্মৃতির দু:খের মাস।২০০৪ সালের এই দিনের গ্রেনেড হামলায় বাংলাদেশ আওয়ামিলীগের অসংখ্য নেতৃবিন্দ আহত এবং নিহত হয়।যা বাংলার ১৫ আগস্টের পর এটি একটি ঘটনা। শোকের এই আচ্ছন্নকে স্মরনের মিলনায়তনে নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলায় আওয়ামিলীগ সম্মিলিত এক জনসভায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন।এতে উপস্থিত ছিলেন মাননী এমপি নারায়ণগঞ্জ ২ আসনের জনাব আলহাজ নজরুল ইসলাম বাবু এবং আরো অনেক নেতৃবিন্দ।উপজেলা আড়াইহাজার অডিটিরিয়ামে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়।