নাটোর প্রতিনিধি:
নাটোরের সুলতানপুর গ্রামের ৪ বৎসরের শিশু কন্যাকে ধর্ষন মামলার
প্রধান আসামী আনোয়ার হোসেনের ছেলে সজিক কে আটক করেছে
র্যাব-৫। আটক সজীব এর নামে নাটোর সদর থানায় গত ৩০-০৪-১৮
তারিখের ৭৮নং মামলার ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন
(সংশোধনী/৩) এর ৯(৪)(খ) এর মূলে মামলা করা হয়েছিলো।
বুধবার (০১ আগস্ট) রাত্রি ৭:০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে
এসপি আজমল হোসেনের নেতৃত্বে র্যাব-৫ এর একটি দল অপারেশন
চালিয়ে নাটোর জেলা সদর থানাধীন সুলতানপুর গ্রাম থেকে মামলার
প্রধান আসামী সজীব কে আটক করে। এবং পরে আসামীকে নাটোর
সদর থানায় হস্তান্তর করে।