নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় নাট্যাচার্য সেলিম আল দীন জাতীয়
চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে
বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এই চিত্রাঙ্কন
প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরুষ্কার ও
সনদপত্র বিতরন করা হয়।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের ভ্রাতৃ-প্রতিম সংগঠন বকুল স্মৃতি
থিয়েটার ও ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয় এই প্রতিযোগিতার
আয়োজন করে। শিশুদের পৃথক চারটি বিভাগে স্থানীয় বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শতাধিক শিশু কিশোর এতে অংশ নেয়।
বকুল স্মৃতি থিয়েটারের সভাপতি মোহাম্মদ মাহবুব হোসেন এর
সভাপতিত্বে পুরুষ্কার ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি
ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের ইলামিত্র অঞ্চলের সমন্বয়কারী মসগুল
হোসেন ইতি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থিয়েটারের সাধারণ
সম্পাদক ও সাংবাদিক মিজানুর রহমান, সম্মানিত সদস্য গোলাম
ফারুক পিন্টু, উপদেষ্টা মশিউর রহমান সহ সংগঠনের কর্মীবৃন্দ।