সেলিম হায়দার :
সাতক্ষীরার তালা উপজেলা জামায়াতের সাবেক আমির ডাঃ মাহমুদুল হককে (৬২)
গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বারুইহাটী গ্রাম থেকে
তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাঃ মাহমুদুল হক বারুইহাটী গ্রামের
মৃত শামছুদ্দীনের ছেলে ও বারুইহাটী গ্রামের বাসিন্দা।
এছাড়া শুক্রবার সকালে রহিমাবাদ গ্রামের মৃত নিজামউদ্দীনের ছেলে জামায়াতের
কর্মী মোঃ সাখাওয়াত হোসেন জোয়াদ্দারকে (৩৬) রহিমাবাদ এলাকা থেকে তাকে
গ্রেফতার করা হয় ।
তালা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ শহিদুল ইসলাম জানান, তাদের
বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। গোপন সংবাদে অভিযান চালিয়ে গ্রেফতার করা
হয়।
তিনি আরও জানান, আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলা
নং- ৫, তারিখ ১২/০৭/১৮ইং।