স্পোর্টস ডেস্কঃ আর দুই ম্যাচ খেলেই ক্যারিবীয় সফর শেষ করবে টাইগাররা। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে টেস্ট-ওয়ানডে সিরিজে হারানোর পর মাঝে ২০১৪ সালের সফরে উল্টো হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হয়েছিল বাংলাদেশকে।এবারও দুই টেস্ট হেরে শুরু হয়েছিল সফর। কিন্তু মাঝে ওয়ানডে সিরিজে জিতে নয় বছরের আক্ষেপ গুছিয়েছে টাইগাররা।আশা ছিল সাকিব আল হাসানের নেতৃত্বেও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও হবে ভালো। কিন্তু প্রথম ম্যাচ হেরেছে বাংলাদেশ।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারলেও বাকি আছে দুই ম্যাচ। ক্যারিবীয় দ্বীপ ছেড়ে দুই দল এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। এখানে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।আশাবাদী সাকিব বলছেন, সেন্ট কিটসে আরও বেশি রান করা উচিত ছিল কিন্তু হয়নি। ফ্লোরিডার উইকেট যদি ভাল আচরণ করে তাহলে রান করা সম্ভব এখানে।সাকিব আল হাসানের আশা এখানে অনেক বাংলাদেশি সমর্থক আসবে খেলা দেখতে।‘অনেক বাংলাদেশি সমর্থক হবে এখানে। আমাদের সবার জন্যই এই ম্যাচ দুটো রোমাঞ্চকর হওয়া উচিত। সবার জন্যই মজার সময় কাটবে এখানে।’ফ্লোরিডার উইকেট নিয়ে টাইগার অধিনায়ক বলেন, শেষবার যখন সিপিএল খেললাম এখানে, তখনের উইকেট থেকে এবারের উইকেট ভিন্ন মনে হচ্ছে। প্র্যাক্টিসের পর বুঝতে পারবো উইকেট কেমন।