নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জ আইনজীবী সমিতির
ভোগ দখলীয় সম্পত্তিতে অবৈধ ভাবে একটি চক্র দোকান ঘর তোলার চেষ্টা
করলে তা ব্যর্থ করে দিয়েছে আইনজীবীরা। শনিবার সকাল সাড়ে ৯টার
দিকে ওই চিহ্নিত চক্রটি আইনজীবী সমিতির নির্মানাধীন শেখ ফজলুল
করিম সেলিম ভবন লাগোয়া সম্পত্তির উপর এসব দোকান ঘর তোলার চেষ্টা
করে। রোববার এ ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জ আইনজীবী সমিতির
সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তনুযায়ি এ ঘটনার সাথে জড়িত
পাঁচ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত,
‘ক’ অঞ্চল গোপালগঞ্জে একটি মামলা হয়েছে। (মামলা নং- গোপালগঞ্জ-
সিআর-৬০৩/১৮)।
গোপালগঞ্জ আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এডভোকেট এম
জুলকদর রহমান বলেন, কোন অনুমতিতে ছাড়াই চক্রটি অবৈধ ভাবে
আইনজীবী সমিতির সম্পত্তির উপর দোকানপাট নির্মান করার চেষ্টা করে
যা সম্পুর্ন বেআইনী।
গোপালগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এম এম নাসির
আহমেদ জানান, গোপালগঞ্জ আইনজীবী সমিতি বি,আর,এস রেকর্ড
অনুযায়ি ওই সম্পত্তি ভোগ দখল করে আসছে। বর্তমানে সেখানে শেখ
ফজলুল করিম সেলিম ভবনের নির্মান কাজ চলছে। একটি চক্র পরিকল্পিত ভাবে
আইনজীবী সমিতির ভোগ দখলীয় সম্পত্তিÍর উপর অবৈধ ভাবে দোকান ঘর
তোলার চেষ্টা করে। আাইনজীবীরা তাদের বাধা দেয়।