বখতিয়ার ঈবনে জীবন, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : স্বামীর উপর
অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে দুই সন্তানের জননী শিউলী আক্তার
(৩৮) নামের এক গৃহবধু। আজ রবিবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার পৌর
এলাকার ৯ নম্বর ওয়ার্ডের উদয়নপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে ।
জানা যায়, ডোমার উপজেলা পরিষদ বাজারের মুরগী ব্যবসায়ী আজিজুল ইসলাম।
সে মুরগী ব্যবসার কারনে বিভিন্নজনের কাছ হতে সুদের উপর ঋণ গ্রহন করে
এবং ঋণের টাকা পরিশোধ করতে না পারায়, পাওনা দাররা চাপ দেয়ায় ব্যবসায়ী
আজিজুল ইসলাম তার বাড়ির পালিত একটি গাভী গরু ও বাছুর বিক্রির সিদ্ধান্ত
নেয়। এতে স্ত্রী শিউলী আক্তার গাভী ও বাছুর বিক্রি করতে বাধা দেয়। এ নিয়ে
ঘটনার সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃস্টি হয়। এ সময় স্বামী বাড়ী হতে বের
হয়ে গেলে এর ফাকে স্বামীর উপর অভিমান করে স্ত্রী শিউলী আক্তার বাড়ির গোয়াল
ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে আতœহত্যা করে ।
এ ব্যাপারে ডোমার থানার ওসি মোকছেদ আলী জানান খবর পেয়ে মরদেহ উদ্ধার করা
হয়েছে।