আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সমঅধিকারের দাবীতে সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন ৮ আগস্ট সন্ধ্যা ৬ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ গারো সমঅধিকার সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি লিটন দ্রং।
সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সংহতি প্রকাশ করবেন বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠনের নেতৃবৃন্দ। জরাব নেতৃবৃন্দ অারো জানান, নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করবেন
উল্লেখ্য, ১৯৯৪ সালের ৯ আগস্ট থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসলেও বাংলাদেশে সরকারী তেমন কোন উদ্যেগ গ্রহণ না করায় সাধারণ-সাবলিলভাবে বাংলাদেশের আদিবাসীগণ দিবসটি নিজস্ব উদ্যেগে পালন করেন।