বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের
চামটা দিয়ারপাড়া, চৌমোহন, চরগোবিন্দপুর, মানইর,
দ্বারীকুশি বাবুপাড়া, দিঘইর গ্রামে ৩৩৭টি পরিবারে
নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। নাটোর পল্লী
বিদ্যুৎ সমিতি-২ ১ কোটি ৭৬ লাক্ষ ৭২ হাজার ৯ শত ৫৪
টাকা ব্যায়ে প্রায় ৬ কিলোমিটার লাইন নির্মাণের
মাধ্যমে ওই সংযোগ প্রদান করে। প্রধান অতিথি
হিসাবে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস
এমপি সুইস টিপে সংযোগের শুভ উদ্বোধন করেন।
জোনাইল উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল সোমবার রাতে
জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আব্দুস
সোবাহান হারেস এর সভাপতিত্বে¡ অনুষ্ঠানে বক্তৃতা
করেন পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর গুরুদাসপুর জোনার
অফিস এর ডিজিএম মহিতুল ইসলাম, বড়াইগ্রাম
ইউরিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ মমিন আলীর,
জোনাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক,
জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক
নজরুল ইসলাম, জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক আশিকুজ্জামান আইয়ুব, ওয়ার্ড সদস্য শাকিল
আহমেদ দয়াল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল হেলাল
কাফি প্রমূখ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক
শাহিন আলম শাহিন, উপজেলা ছাত্রলীগের কার্য
নির্বাহী সদস্য মিজনিুর রহমান মিন্টু, জোনাইল
ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম,
আহ্বায়ক সদস্য সাজেদুল ইসলাম, জোনাইল যুবলীগের
সাধারন সম্পাদক মাসুম হোসেন, নাটোর পল্লী
বিদ্যুৎ সমিতি-২ এর লক্ষীকল অভিযোগ কেন্দ্রের ইনচার্জ
হাসানুজ্জামান, । অনুষ্টানটি সঞ্চালনা করেন জোনাইল
ইউনিয়ন যুবলিগের সভাপতি আল মামুন।**