মোঃ রুহুল আমীন আত্রাই প্রতিনিধিঃ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ
বার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আত্রাই দলিল লেখক কেন্দ্রীয় দাখিল মাদ্রাসায় এক আলোচনা সভা ও
দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সকাল ১০টায় মাদ্রাসা চত্বর হতে এক র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় মাদ্রাসায় এসে
শেষ হয়। পরে আত্রাই দলিল লেখক কেন্দ্রীয় দাখিল মাদ্রাসার সভাপতি আবু হেন্#া৩৯;র সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই রেজিষ্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মোঃ
মোস্তাফিজুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলিল লেখক সমিতির
সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, দলিল লেখক সমিতির সভাপতি কায়েম উদ্দিন,
মাদ্রাসার সুপার আলাউদ্দিন সিরাজি,ছাত্রলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম
চঞ্চল, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সরদার শোয়েব, যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুব
মহিলা লীগের সভাপতি রাবেয়া বেগম সেতু, শিক্ষক মাহফুজুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের অন্যতম সফল একজন
রাজনীতিবিদ। তার দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের ফলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। শেখ
মুজিবুর রহমান হত্যার ঘটনা বাঙ্গালি জাতির জন্য কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের
যারা শহীদ হয়েছিলেন তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে মাদ্রারাসার শিক্ষক–কর্মচারী ও ছাত্রছাত্রাীবৃন্দ উপস্থিত ছিল।
মোঃ রুহুল আমীন