এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিবি মরিয়ম (২৮) নামের এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও ৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়। হাজীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত বিবি মরিয়ম ওই এলাকার মনিরুজ্জামানের স্ত্রী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী মনিরুজ্জামানের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির পালিয়ে যায়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও ৩০পিস ইয়াবা তার স্ত্রী মরিয়মকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় আটককৃত বিবি মরিয়মের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি ও অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, মাদক স¤্রাট মনিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।